shopping_basket
Cart
0
library_add
Compare
0

Compare Product

close

YOUR CART

close
কেন আমরা ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই (POWER SUPPLY) কিনবো ?

কেন আমরা ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই (POWER SUPPLY) কিনবো ?

কম্পিউটার এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পাওয়ার সাপ্লাই, যাকে ইংরেজিতে PSU ও অনেকে বলে থাকে যার পূর্ণ রুপ হচ্ছে Power Supply Unit. কম্পিউটারের অন্যান্য সকল কম্পোনেন্ট গুলোতে সঠিক মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করে কম্পিউটারে প্রাণ দেয়াই পাওয়ার সাপ্লাই এর মূল কাজ।

ডেস্কটপ পিসি ক্রয় করার সময় সকলেই প্রায় একটি দুশ্চিন্তায় ভুগে থাকি, কোন পাওয়ার সাপ্লাইটি কিনবো? বাজারে কিছু সস্তা পাওয়ার সাপ্লাই পাওয়া যায় সেগুলো? নাকি কিছু ভালোমানের এবং পরিচিত ব্র্যান্ড যেমন Antec, Bitfenix অথবা Gamdias এর পাওয়ার সাপ্লাই? মূল্য কিছুটা বেশি হলেও ভালো ব্র্যান্ড এর পাওয়ার সাপ্লাই ব্যাবহার করা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ, কারন আপনার পাওয়ার সাপ্লাই এর কারনে আপনার পিসি এর অন্যান্য দামী কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে অথবা জ্বলে যেতে পারে যেকোনো সময়।

তাহলে আসুন আমরা জেনে নেই ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই ব্যাবহারের গুরুত্বসমূহ –

সাধারণ পাওয়ার সাপ্লাই এ কোন প্রকার ওভারভোল্টেজ প্রটেকশন থাকেনা , যা কম্পিউটার এর জন্য অত্যন্ত ক্ষতিকর ।

ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাইগুলো উন্নতমানের যন্ত্রাংশ (Components ) দ্বারা তৈরি , যা সঠিক ভোল্টেজ এবং অ্যাম্প এর নিশ্চয়তা প্রদান করে । কম্পিউটার সঠিক ভাবে পরিচালিত হবার জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

বসাধারণ পাওয়ার সাপ্লাই ব্যবহারের কারনে কম্পিউটার এর মূল্যবান পার্টস গুলো পুড়ে যাবার সম্ভবনা অত্যন্ত প্রবল । কিন্তু ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই ব্যাবহারে কম্পিউটার এর সকল পার্টস সুরক্ষিত থাকে

হাই ভোল্টেজ , লো ভোল্টেজ এর সময় সাধারণ পাওয়ার সাপ্লাই কম্পিউটার কে সুরক্ষা দিতে পারেনা , যা কিনা ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই খুব সহজেই করতে পারে ।

Over-volt, Over-current, Over-load, Over-temp, Hold time, Ripple current reduction, Under-volt, Fan failure, Active Power factor correction ইত্যাদি সমস্যা এর সমাধানের জন্য ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই এ উন্নত প্রযুক্তি দেয়া থাকে যা নন ব্র্যান্ড এর পাওয়ার সাপ্লাই এ দেয়া থাকেনা ।

ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাইগুলো তে ( Efficiency ) রেটিং দেয়া থাকে , তাই এরা অধিক বিদ্যুৎ সাশ্রয়ী ।

কম্পিউটার এর ভবিষ্যৎ আপডেট এর ক্ষেত্রে অতিরিক্ত ওয়াটেজ এর প্রয়োজন হয় , সেই ক্ষেত্রে ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ।

ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই গুলো সাধারণ পাওয়ার সাপ্লাই এর তুলনায় দীর্ঘস্থায়ী হয়।

সর্বোপরি দিক বিবেচনায় বলা যায়, যেহেতু একটি কম্পিউটার অনেকগুলো মূল্যবান যন্ত্রাংশ দিয়ে তৈরি তাই সকল যন্ত্রাংশের সার্বিক সুরক্ষায় ব্রান্ডেড পাওয়ার সাপ্লাই ব্যাবহার করা অতি গুরুত্বপূর্ণ। স্টার টেক এ রয়েছে Antec, Bitfenix, Gamdias এর বিভিন্ন মডেল এবং ওয়াট এর পাওয়ার সাপ্লাই।

Star Tech Team

Star Tech Team

Web Content Team

A team of tech experts and enthusiasts sharing the latest gadgets, guides, and tips to help you stay updated and make smarter tech choice.
Connect Expert:

Was this article helpful?

0 people found this helpful

Comments

There are no comments for this Article.

Write a comment