shopping_basket
Cart
0
library_add
Compare
0

Compare Product

close

YOUR CART

close
হার্ডডিস্ক (Hard Disk) , এসএসডি (SSD) এবং এসএসএইচডি (SSHD) এর পার্থক্য !!

হার্ডডিস্ক (Hard Disk) , এসএসডি (SSD) এবং এসএসএইচডি (SSHD) এর পার্থক্য !!

ডেস্কটপ অথবা ল্যাপটপ এর স্টোরেজ ডিভাইস হিসেবে আমরা হার্ডডিস্ক (Hard Disk) , এসএসডি (SSD) এবং এসএসএইচডি (SSHD) ব্যাবহার করে থাকি। সাধারণত অফিস অথবা বাসায় সাধারণ কাজে ব্যাবহারের জন্য পিসি তে স্টোরেজ ডিভাইস হিসেবে হার্ডডিস্ক ব্যাবহার করা হয় তবে পিসি এর গতি বৃদ্ধি করতে হার্ডডিস্ক এর সহায়ক স্টোরেজ হিসেবেও এসএসডি ব্যাবহার করা হয়ে থাকে। অথবা এসএসডি এবং এসএসএইচডিও প্রধান স্টোরেজ হিসেবে ব্যাবহার করা হয়ে থাকে। আসুন জেনে নেই হার্ডডিস্ক (Hard Disk) , এসএসডি (SSD) এবং এসএসএইচডি (SSHD) এর মূল পার্থক্য গুলো –

হার্ডডিস্ক/ HDD / Hard Disk –

  • * হার্ডডিস্ক এর মূল্য তুলনামূলক কম হওয়ায় কম খরচে অধিক স্টোরেজ সুবিধা পাওয়া যায় ।
  • * উইন্ডোজ লোডিং টাইম তুলনামূলক অনেক বেশি নেয় ।
  • * Failure রেট অনেক বেশি ।
  • * একসাথে অনেক গুলো কাজ লোড নিলে স্লো হয়ে যায়।

এসএসএইচডি / SSHD –

  • * সাধারণত এসএসএইচডি এর গতি হার্ডডিস্ক এর চেয়ে বেশি।
  • * কম খরচে অধিক স্টোরেজ সুবিধা ।
  • * উইন্ডোজ লোডিং টাইম এসএসডি (SSD) এর কাছাকাছি।
  • * Failure রেট কম।
  • * একসাথে অনেক গুলো কাজ লোড নিলে স্লো হয়ে যায়।

এসএসডি/ SSD –

এসএসডি মুলত ৩ রকমের –

  • (১) SSD (Sata Controller)
  • (২) M.2 SSD (Sata Controller)
  • (৩) M.2 SSD (NVME Controller)

    (১) SSD (Sata Controller) –

  • * খরচ তুলনামুলক বেশি।
  • * উইন্ডোজ লোডিং টাইম হার্ডডিস্ক থেকে ফাস্ট।
  • * Failure রেট কম ।
  • * একসাথে অনেক গুলো কাজ লোড নিলে স্লো হয়ে না।
  • * এদের স্টোরেজ যত বেশি হয় , স্পিড ক্রমান্বয়ে বাড়তে থাকে।

    (২) M.2 SSD (Sata Controller) –

  • * খরচ তুলনামুলক বেশি।
  • * উইন্ডোজ লোডিং টাইম SSD এর সমমান।
  • * Failure রেট কম ।
  • * একসাথে অনেক গুলো কাজ লোড নিলে স্লো হয়ে না।
  • * এদের স্টোরেজ যত বেশি হয় , স্পিড ক্রমান্বয়ে বাড়তে থাকে।
  • * এগুলো Compact size এর হয় , ফলে ল্যাপটপ এ এর বহুল ব্যবহার রয়েছে ।
  • * ডেস্কটপ মাদারবোর্ড এ M.2 স্লট থাকলে এই SSD ডেস্কটপ কম্পিউটারেও ব্যাবহার করা যায়।

    (৩) M.2 SSD (NVME Controller) –

  • * খরচ তুলনামুলক বেশি।
  • * উইন্ডোজ লোডিং টাইম SSD থেকে আরও ফাস্ট।
  • * Failure রেট কম ।
  • * একসাথে অনেক গুলো কাজ লোড নিলে স্লো হয়ে না।
  • * এদের স্টোরেজ যত বেশি হয় , স্পিড ক্রমান্বয়ে বাড়তে থাকে।
  • * এগুলো Compact size এর হয় , ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য এদের ব্যবহার করা হয় , সাধারণ এসএসডি থেকে এরা 4 গুন ফাস্ট হয়।
  • * এরা প্রসেসর এর 4 টি PCI লেন ইউজ করে , এজন্য Core I7 5820K processor ছাড়া অন্য প্রসেসসর এ ব্যাবহার করলে গ্রাফিক্স কার্ড এর পারফরমেন্স কমে যাবে (সকল জেনারেশন ১৬ লেন বিশিষ্ট Core i3 , i5 , i7 এর জন্য প্রযোজ্য ) ।
  • * তবে বর্তমানে ৭ম জেনারেশন এবং ৮ম জেনারেশন এ সেই সমস্যার সমাধান করা হয়েছে , এই পিসিআই লেন মাদারবোর্ড থেকেই শেয়ার করে , ফলে গ্রাফিক্স কার্ড এর পারফর্মেন্স এর উপরে আর কোন প্রভাব পরে না।
  • * এদের পারফর্মেন্স অনেক অনেক ভাল , তবে ওভার হিট ইস্যু আছে , কিছু ক্ষেত্রে এদের থারমাল থ্রটলিং হয় , তখন আলাদা কুলিং এর ব্যবস্থা করতে হয় ।

কম্পিউটারের গতি বাড়িয়ে কম্পিউটারের সর্বোপরি পারফর্মেন্স পরিবর্তনে SSD ব্যাবহার অতি গুরুত্বপূর্ণ। SSD আপনার পিসি এর উইন্ডোজ Loading টাইম অনেক ফাস্ট করে আপনার কম্পিউটিং এক্সপেরিয়েন্স বদলে দিবে। এছাড়া গেমিং পিসি এর গেইম অনেক স্মুথ ভাবে খেলা যাবে।

স্টার টেক এ রয়েছে বিভিন্ন ব্র্যান্ড এবং স্টোরেজ এর হার্ডডিস্ক (Hard Disk) এবং এসএসডি (SSD)

Star Tech Team

Star Tech Team

Web Content Team

A team of tech experts and enthusiasts sharing the latest gadgets, guides, and tips to help you stay updated and make smarter tech choice.
Connect Expert:

Was this article helpful?

0 people found this helpful

Comments

There are no comments for this Article.

Write a comment